টানা বেশ কয়েকদিন অনাহারে কাটানো মিরপুর এলাকার ১৫টি বিহারী ক্যাম্পের তিন সহস্রাধিক পরিবারে অবশেষে খাদ্য-ত্রাণ পৌঁছালো।
রবিবার বিকেল তিনটায় স্থানীয় মরহুম এ্যাডভোকেট শেখ সেলিমের পরিবারের পক্ষ থেকে বৃহত্তম পর্যায়ে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। গত ৮ মার্চ থেকে পুরোপুরি লকডাউনে থাকা এসব বিহারী ক্যাম্পের হাজার হাজার বাসিন্দা কোনরকম ত্রাণ সাহায্য থেকে বঞ্চিত ছিলেন। এর আগে গত বুধবার মাত্র তিনটি বিহারী ক্যাম্পে ন্যূনতম সরকারি খাদ্য সহায়তা পৌঁছানো হয়।
কোনরকম আগাম ঘোষণা ছাড়াই স্থানীয় যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলী আড্ডুর নেতৃত্বে মরহুম এ্যাডভোকেট শেখ সেলিমের পরিবারের সদস্যরা চাল, ডাল, আটা, পেয়াজ, লবণ, তেল, সাবান ভর্তি বিপুল পরিমাণ ত্রাণের ব্যাগ নিয়ে বিহারী ক্যাম্প এলাকায় পৌঁছান। এসময় জল্লাক্যাম্প, হিটক্যাম্প, মুসলিম ক্যাম্প, কাশ্মীরি ক্যাম্প, আজিজিয়া ক্যাম্প, মিল্লাত ক্যাম্প, রহমত ক্যাম্প, ওয়াবদাহ ক্যাম্প, তামাত ক্যাম্প, ইরানী ক্যাম্প, এডিসি ক্যাস্প, মাদ্রাসা ক্যাম্প, রামগড় ক্যাম্প, কনসাল ক্যাম্প ও ফুটবল ক্যাম্পের তিন সহস্রাধিক পরিবারের সদস্যরা পাকা সড়কগুলোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে সেসব সহায়তা গ্রহণ করেন। একেকটি পরিবারের জন্য অন্তত তিন দিনের খাদ্যপণ্যের ব্যাগগুলো পেয়ে বিহারী ক্যাম্পের ঘরে ঘরে স্বস্তি ফিরে এসেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন