বরিশাল নগরীর সিএন্ডবি রোডে মোটরসাইকেলের ধাক্কায় আ. ছত্তার হাওলাদার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর টিটিসি’র সামনে নিহত আ. ছত্তার নগরীর নবগ্রাম রোডের সরদার পাড়ার ব্রাঞ্চরোডের এমতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
নিহতের ছেলে জুয়েল হাওলাদার জানান, তার বাবা রাস্ত পাড় হচ্ছিলো। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান ফেরদৌস জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ