সিদ্ধিরগঞ্জে রাতে অনেকের দরজার সামনে মিলে ব্যাগ। ব্যাগের মধ্যে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু ও আটাসহ খাদ্যসমাগ্রী। প্রশ্ন ব্যাগটি রাখলো কে? খোঁজ নিয়ে জানা যায় নাসিক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান বা তার লোকজনই খাদ্যসামগ্রী এভাবে রেখে গেছেন তার দরজার সামনে।
এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান যিনি জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টারের বড় ছেলে। এ নিয়ে দ্বিতীয়বার তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন।
ইতিপূর্বে শীত এবং অন্যান্য দুর্যোগের সময় দরিদ্র ও সমস্যাপীড়িত এলাকাবাসীর সাহায্যে এগিয়ে আসা আরিফুল হক হাসান করোনা দুর্যোগের সময় রাতের আঁধারে এভাবেই সাহায্য করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হাউজিং এলাকার এক বাসিন্দা জানান, এবার প্রথম ত্রাণ পেলাম। তাও ঘরের দরজার সামনে। সবাই ত্রাণ দিয়ে ছবি তুলতে চায়। কিন্তু কোন প্রকার ছবি তোলা ছাড়া দরজার সামনে খাদ্যসামগ্রীর ব্যাগ পেলাম, যা অবাক করার। এভাবেই সবাই যদি রাতে ত্রাণ দিতো, তাহলে আমাদের মতো মধ্যবিত্তের অনেক উপকার হতো। আমরা লজ্জা পাওয়া থেকে বাঁচতাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন