সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন ঘোষিত ঢাকার অসহায়দের জন্য গঠিত "প্রজেক্ট ঢাকা এইড" ঢাকার ১০ হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এর মধ্যে সাধারণ মানুষের ডোনেশনে প্রায় ২ হাজার প্যাকেট আর নিজস্ব অর্থায়নে বিতরণ করা হয়েছে আরো ৮ হাজার খাদ্যসামগ্রীর প্যাকেট।
এর আগে, গত ২৮ এপ্রিল সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর পক্ষ থেকে ঢাকার অসহায় মানুষের জন্য খাদ্য কর্মসূচি "প্রজেক্ট ঢাকা এইড" এর ঘোষণা দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের এ আহ্বানে সাড়া দিয়ে গত ১০ দিনে ফাউন্ডেশনের তহবিলে খাবার সামগ্রীসহ মোট ডোনেশন এসেছে প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
আর শুধু টাকার পরিমাণ এসেছে ৭ লাখ ৭৫ হাজার ৬শ ৭৫ টাকা। সরাসরি ফাউন্ডেশনের বিকাশ একাউন্টে ডোনেট করেছেন মোট ৫৬ জন ব্যক্তি। যা টাকার পরিমাণ হিসেবে দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ১'শ ৭৫ টাকা।
আর বিভিন্ন ব্যবসায়ী এবং শুভাকাঙ্খীরা সরাসরি ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কাছে ডোনেশন পাঠিয়েছেন ৬ লাখ ৭ হাজার ৫'শ টাকা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন