সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা পালনে ঢাকা জেলা প্রশাসন মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ঢাকা মহানগরীর ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, মোহাম্মদপুর, রমনা, লালবাগ, যাত্রাবাড়ী, কোতোয়ালিসহ জেলার সকল উপজেলায় এসব কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৪টি মামলা এবং ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে।
এছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জেলার দোহার উপজেলাতে ৪৫টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
টিসিবির বিক্রয় কেন্দ্রগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম