বরিশালে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। রবিবারও নগরীর প্রায় ১ হাজার হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, উন্নয়ন সংস্থা এবং শিল্প প্রতিষ্ঠান। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন উপজেলার ১৫ হাজার পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
বেলা ১২টায় নগরীর একে স্কুল মাঠে মহানগর বিএনপি’র উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডের ৪শ’ পরিবারের খাদ্য সহায়তা দেয়া হয়। এ সময় মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া একটি সংগঠনের উদ্যোগে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবারে, বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে নগরীর সিএন্ডবি রোডে ১শ’ পরিবারে এবং নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় ৫ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়।
অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার প্রতিনিধিদের মাধ্যমে জেলার ১৫ হাজার পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।
বিডি প্রতিদিন/এ মজুমদার