করোনাভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সোমবার থেকে গাজীপুর মহানগর এলাকায় প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি গাজীপুর মহানগর এলাকায় যাতে প্রবেশ কিংবা বাহির হতে না পারে সেজন্য সকাল থেকে মহানগরের চার জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা যায়, জরুরি সেবা ও পণ্য পরিবহন যানবাহন এই আওতামুক্ত থাকবে। যথোপযুক্ত কোন কারণ দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র আরও জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর আনারকলি ক্রসিং, বাসন এলাকার বিআরটিসি কাঁটা, ঢাকা-নরসিংদী ও ঢাকা বাইপাস সড়কের পূবাইলের মিরের বাজার মোড়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি কলেজ গেইট (ফ্লাইওভার সংলগ্ন) এলাকায় চেকপোস্টগুলো বসানো হয়েছে। সকাল থেকেই চেকপোস্টে সব ধরণের পরিবহনে তল্লাশি করা হচ্ছে।
জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হয়ে এই নিয়ন্ত্রিত চলাচলের জন্য মহানগরীর পুলিশকে সহযোগিতা করে করোনাভাইরাস রোধ করার জন্য অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ