করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। আজ সোমবার রাকাব'র স্থানীয় মুখ্য কার্যালয় প্রাঙ্গণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.কে এম সাজেদুর রহমান খান এই ঋণ বিতরণ করেন।
রাজশাহী জোনের কয়েকটি শাখা ও স্থানীয় মুখ্য কার্যালয়ের ১০ জন ঋণ গ্রহীতাকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় বিভিন্ন খাতে মোট ৪১ লাখ ৬ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, এই প্রণোদনা প্যাকেজের আওতায় রাকাব’র বিভিন্ন শাখা ইতোমধ্যে গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত