ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ নারীসহ আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
প্রত্যেকেই করোনাভাইরাস উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারা হলেন, গাজিপুরের মারদিপালী, (২৩দিন), নোয়াখালীর ফাতেমা (৫৫), টাঙ্গাইলের আব্দুল খালেক (৬৫), ঢাকার নাজিম (৬৬), ওয়াহিদ মুরাদ (৪৮), রত্না (৫৬), পিরোজপুরের রহমত আলী (৫২), দোহারের আব্দুর রশিদ (৭০), বরিশালের নুরজাহান (৭৫), ঢাকার সালমা পারভীন (৫৬), মানিক (৭০), কাচেরা (৬৫) এবং নাসিমা (৪২)।
বিডি প্রতিদিন/আরাফাত