একসঙ্গে অতিরিক্ত মুসল্লির ভিড় এড়াতে বরিশাল নগরী এবং জেলার মসজিদগুলোতে একাধিক ঈদ জামাতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার ইমাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই সিদ্ধান্তের কথা জানান।
জেলা প্রশাসক বলেন, করোনার প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত খোলা মাঠে করা যাবে না। এ জন্য তিনি বৃহস্পতিবার ইমাম ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। ওই সভায় সিদ্ধান্ত হয়েছে ঈদের দিন সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত প্রতিটি মসজিদে একাধিক ঈদের জামাত করা যাবে। মুসল্লিদের উপস্থিতি দেখে পরিস্থিতি বিবেচনায় মসজিদ কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ঈদ জামাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল