দেশের প্রথম থ্রিডি ও ভার্চুয়াল “চিত্রকলা গ্যালারি” শুরু হয়েছে ‘শিল্পী অধ্যাপক মোস্তাাফিজুল হকের একক থ্রিডি ও ভার্চুয়াল চিত্রকর্ম প্রদর্শনী ‘বৈশ্বিক দুর্যোগের গতিপ্রকৃতি/Pandemic Mood’।
সোমবার রাত ১০টায় চিত্রকলা গ্যালারিতে বরেণ্য চিত্রশিল্পী রফিকুন্নবী উদ্বোধন করেন একটানা ১৫ দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর।
করোনার দিনগুলোতে স্বাধীনতা /Freedom in the Days of Corona-এই সিরিজের এক্রেলিক অন ক্যানভাসে আঁকা ৩৫ টি শিল্পকর্ম প্রদর্শনীতে দেখা যাবে। অধ্যাপক মোস্তাফিজুল হক এর করোনাকালীন সময়" ২০ মার্চ ২০২০" থেকে আঁকা চিত্রকর্মগুলো প্রদর্শনীতে স্থান পাবে।
বরেণ্য এই শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগে অধ্যাপনা করছেন। তিনি এই অঞ্চলের প্রথম ক্রিয়েটিভ বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এর উপদেষ্টা। প্রদর্শনীটি তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার এর সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তকে উৎসর্গ করেছেন।
প্রদর্শনী চলাকালীন সময়ে বিভিন্ন শিল্পী ও শিল্প সমালোচকবৃন্দ শিল্পী ও তার শিল্পকর্ম সম্পর্কে প্রতিদিন তাদের মূল্যায়ন ও বক্তব্য রাখবেন।
প্রদর্শনীতে শিল্পকর্ম বিক্রয়ের অর্থের ৫০% করোনা ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করা হবে।
প্রতিদিন রাত ১০:০০ টায় ফেসবুক ও ইউটিউব লাইভ এর মাধ্যমে শিল্পীর ৫ টি করে শিল্পকর্ম বিশদভাবে থ্রিডি ও ভার্চুয়াল গ্যালারিতে উপস্থাপন করা হবে।
দর্শকরা প্রদর্শনীটি ২৪ ঘণ্টা "চিত্রকলা গ্যালারি" এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ www.chitrakolagallery.com এর ভার্চুয়াল ৩৬০ ট্যুর ও টানা পনের দিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এর মাধ্যমে LIVE দেখতে পারবেন। প্রদর্শনীটি ১৫-৩০ জুন পর্যন্ত চলবে।
প্রদর্শনীটি দেখতে পাবেন:
facebook page:
https://www.facebook.com/chitrakolagallery/
Youtube Channel to Watch Live/Artist's Speech & Artwork:
https://www.youtube.com/channel/UClqN2KLAmtzCFVt2bDyIwJA
To Watch 360 Virtual Tour of the Exhibition:www.chitrakolagallery.com
Website to buy Artwork:www.chitrakolagallery.com
Facebook Profile:https://www.facebook.com/profile.php?id=100042225483844
Facebbok Live Start at Night from:10:00 PM
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন