রাজধানীতে রেজিস্ট্রেশনবিহীন মেডিকেল অক্সিজেন গ্যাস, ড্রাগ লাইসেন্সবিহীন দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে মোট চারটি প্রতিষ্ঠানের মালিককে সর্বমোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অপরাধে একজনকে এক বছরের কারাদণ্ডও প্রদান করা হয়েছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ও পরিচালক (চলতি দায়িত্ব) মোস্তাফিজুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায় আজ গুলশান ও তেজগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র্যাব-৩ এর সমন্বয়ে পরিচালিত হয় অভিযান।
অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল মালেক, মওদূদ আহমেদ ও নাহিন আল আলম।
বিডি প্রতিদিন/আরাফাত