খুলনায় রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর রকিব খান হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতী ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ-খুলনা শাখা।
আজ বুধবার দুপুর সাড়ে ৩টা থেকে এ কর্মবিতরতী শুরু হয়েছে। তবে জরুরি সেবা কার্যক্রম ও করোনা ডেটিকেটেড হাসপাতালের চিকিৎসা চালু থাকবে। সংগঠনের খুলনা জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বেসরকারি হাসপাতাল মালিক-চিকিৎসকদের সংগঠন বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ’র খুলনা জেলা শাখা এ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে।
জানা যায়, রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত ডা. রকিব খান মঙ্গলবার সন্ধ্যায় আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ছিলেন। রাইসা ক্লিনিকে চিকিৎসা নেওয়া এক রোগীর মৃত্যুতে তার স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে গত সোমবার রাতে ডা. রকিবকে বেধড়ক মারপিট করে। এতে মাথায় আঘাত লাগায় মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
বিএমএ খুলনা জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, এ ঘটনার পর পুলিশ মামলা নিতে কালক্ষেপণ করেছে। এ কারণে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার ও হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসকদের কর্মবিরতী ঘোষণা করা হয়েছে। তবে হাসপাতালের জরুরি সেবা ও করোনা হাসপাতাল সংশ্লিষ্ট চিকিৎসা চালু থাকবে। সকল আসামিকে গ্রেফতার করা হলেই স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চালু হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ