রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা ৯ হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম হিরোইন উদ্ধার মামলায় এনায়েতুল্লাহ নামে এক আসামিকে জামিন দিয়ে পরদিনই তা বাতিল করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের ( ভার্চুয়াল) বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান এ আদেশ দেন। এর আগে বুধবার একই আদালত বুধবার ওই আসামিকে জামিনে মুক্তির আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং ১০০ গ্রাম হিরোইনসহ ৬ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে আসামি এনায়েতুল্লাহর কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
অপর পাঁচ আসামির কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনার তদন্ত করে একই বছরের ১১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বর্তমানে মামলাটি যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত