বরিশালে করোনা পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর, প্রতিদিন কমপক্ষে ১ হাজার করোনা পরীক্ষা নিশ্চিত করাসহ নানা দাবি জানিয়েছে জেলা বাসদ নেতৃবৃন্দ। বুধবার সকাল ১১টায় নগরীর ফকির বাড়ি রোডের বাসদ কার্যালয়ে জেলা বাসদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ এবং বিভিন্ন স্থানে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিও জানান। এ সকল দাবিতে কাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১ ঘণ্টা সদর রোড অবরোধের ঘোষণা দেন তিনি। এরপরও দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেয়া হয় সংবাদ সম্মেলনে।
এ সময় জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল