করোনা উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এএসআই হাবিবুর রহমান মারা গেছেন। গত মঙ্গলবার ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করে বলেন, এএসআই হাবিবুর রহমান গত ১৬ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) কার্যালয়ে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশে যোগদান করেন হাবিবুর রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার