খুলনা করোনা ডেটিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নগরীর দৌলতপুর থানার পাবলা কবীর বটতলা এলাকার করোনা রোগী নেসার উদ্দিন (৫৬)-কে গত ২০ জুন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। এছাড়া নগরীর টুটপাড়া দিলখোলা রোডের ঠিকাদার মোঃ ওমর ফারুক (৫৪)-কে গত ২০ জুন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকাল ১১ টায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাটের ডা. উপেন্দ্রনাথ (৭০) এবং বুধবার সকাল সাড়ে ৬টায় নগরীর শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২) নামে দুই জনের মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত ১৮ জনের মৃত্যু হলো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর