ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার বিকাল থেকে বুধবার বিকাল পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন।
হাসপাতাল সূত্রে থেকে পাওয়া গেছে মৃতদের পরিচয়। করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- বেল্লাল হোসেন (৫২), যশোর; আব্দুর রহমান (৮৫), শরিয়তপুর; তপন কৈরী (৬০); জাকির হোসেন (৬০), মিরপুর ঢাকা।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- মাসুদুর রহমান (৪৭), নোয়াখালী; রওশন আলী (৬৫), গুলশান ঢাকা; রুহানা ইসলাম (৫৬), বগুড়া; মমতাজ বেগম (৭০), বরিশাল; রাখাল চন্দ্র নাথ (৫০) নরসিংদী;
দেলোয়ার হোসেন (৪০), ফরিদপুর; সত্য মন্ডল (৫৫), ধামরাই (ঢাকা); আফসার আলী (৬৮), শেরপুর; জাহিদ হোসেন (৬৮), খিলগাঁও; মিয়াজউদ্দিন (৭০) কদমতলী (ঢাকা); নুরুল ইসলাম (৭২), ভোলা।
বিডি প্রতিদিন/আরাফাত