লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদের মৃত্যুতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।
এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি বেগম ফাইজুননেছা ও মহাসচিব বিকাশ কুমার সাহা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদন জানান।
ফেরদৌস আহমেদ ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় করোনাভাইরাসে (কোভিড-১৯)আক্রান্ত হয়েছিলেন।
ফেরদৌস আহমেদ ১৯৮৪ সালে বাংলাদেশ বিচার বিভাগে মুন্সেফ (সহকারী জজ)হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ ৩৬ বছর নিষ্ঠার সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/কালাম