করোনা পরীক্ষায় দীর্ঘসূত্রিতা ও হয়রানী বন্ধ এবং পিসিআর ল্যাবের সক্ষমতা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে করোনা ঝুঁকির মধ্যেও বরিশালে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সংগঠনের জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বাসদের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন। এতে ব্যস্ততম ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি চলাকালে পুলিশ বাসদ নেতাকর্মীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও কোন বল প্রয়োগ করেনি। আন্দোলনকারী নেতাকর্মীরা পুলিশ অনুরোধে সাড়া না দিয়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যায়। অবরোধ কর্মসূচিতে শারীরিক দূরত্ব রক্ষা করা হয়নি। অনেক নেতাকর্মী মাস্ক পর্যন্ত ব্যবহার করেনি।
কর্মসূচি চলাকালে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী বলেন, বরিশাল বিভাগের ৬ জেলায় মাত্র ১টি পিসিআর ল্যাব থাকায় এ বিভাগের মানুষের করোনার পরীক্ষায় দীর্ঘসূত্রিতা হচ্ছে। এতে করোনা চিকিৎসায় জটিলতা দেখা দেয়ায় করোনা সংক্রমণের হার বাড়ছে। তাদের ৮ দফা দাবি হচ্ছে, করোনা রোগীদের জন্য বরিশালে ১ হাজার শয্যার ব্যবস্থা করা, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ, ১শ’ আইসিইউ বেড স্থাপন, করোনা রোগী পরিবহনে এ্যাম্বুলেন্স চালু করা, বাড়ি বাড়ি গিয়ে নমূনা সংগ্রহ করা, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক সহ সকল জরুরি সেবায় নিয়োজিত সকলের জন্য ঝূঁকিভাতা নিশ্চিত করা, এনজিও কিস্তি ও বাড়ি ভাড়া মওকুফে সরকারি বরাদ্দ নিশ্চিত করা, ভুতুরে বিদ্যুৎ ও পানির বিল প্রত্যাহার করা এবং সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা।
অনতিবিলম্বে এই ৮ দাবি বাস্তবায়ন না হলে দাবি আদায়ে প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন বাসদ নেতা ডা. মনিষা চক্রবর্ত্তী।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কর্মসূচি শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার