ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু'জন করোনা পজিটিভ।
হাসপাতাল সূত্রে এসব তথ্য পাওয়া যায়। মৃতেরা হলেন- বুলু মিয়া (৫০) করোনা পজেটিভ। লালবাগ ঢাকা; শাকিল (৪৫) করোনা পজেটিভ, নারায়ণগঞ্জ।
করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী হলেন- আবুল কালাম আজাদ (৬২) মুন্সীগঞ্জ, জাহানারা (৫৬) ফতুল্লা; আব্দুল মান্নান (৭৫) গাজীপুর; গৌরাঙ্গ চন্দ্র দাস (৬০) নরসিংদী; অহিদুর রহমান (৬৫) লক্ষ্মীপুর; শামসুল ইসলাম (২৫) কিশোরগঞ্জ।
বিডি প্রতিদিন/আরাফাত