রাজধানীর ডেমরা থানার কুখ্যাত চাঁদাবাজ হিসেবে খ্যাত ৬৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. আজিজকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আজিজকে আদালতে তোলা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৯ এপ্রিল ফেনী আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের ডেমরা এলাকায় নির্মাণাধীন বাসায় চাঁদার জন্য দলবল নিয়ে হাজির হয় আজিজ। এরপর চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালানো হয়, এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন শ্রমিক। পরে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ৩৮৫ (চাঁদাবাজি), ৩২৫ জখম, ৩০৭ (হত্যা চেষ্টা, ৫০৬(২) ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে মামলা করে ভুক্তভোগীরা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার বেশ কিছু বাসিন্দা জানান, আজিজ দীর্ঘদিন ধরেই এলাকায় স্থানীয় কাউন্সিলরের লোক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজি করে আসছিলো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন