সরবরাহ লাইনে আগুন ধরে যাওয়ায় রাজধানীর পশ্চিমের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডির আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে গ্যাস বন্ধ থাকছে বলে রাষ্ট্রায়ত্ত বিতরণ কোম্পানি তিতাস জানিয়েছে।
কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন বলেন, সকালে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ওয়াসার পানির লাইনের কাজের সময় গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যায়। গ্যাস লাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নেভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। ফলে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে দুপুর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা