পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোহী আক্কাস (২৪) ও জাকির (২২) নামে দুই যুবক আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, পোস্তগোলা ব্রিজের উপর একটি দুর্ঘটনা হয়েছে, সংবাদটি ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প আমাদের দিয়েছে। আমরা বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।
বিডি প্রতিদিন/আরাফাত