১২ জুলাই, ২০২০ ০০:০৮

হিজলায় ৩ লাখ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

হিজলায় ৩ লাখ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

বরিশালের হিজলা উপজেলার মেঘনা ও বিভিন্ন শাখা নদীতে অভিযান চালিয়ে জব্দকৃত ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলেছে কোস্টগার্ড। শনিবার বিকেল পর্যন্ত কোষ্ট গার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

এ সময় বাউশিয়া, দূর্গাপুর, মৌলভীরহাট, হরিনাথপুর, গঙ্গাপুর ও নাছকাঠী সংলগ্ন মেঘনা ও আশপাশের বিভিন্ন শাখা নদী থেকে প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তারা। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাসের উপস্থিতিতে স্থানীয় বাউশিয়া এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর