করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। করোনার পাশাপাশি চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যেও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের ফরিকরখালীতে ২য় বারের মতো ১০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আনসার মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি মিনিকেট চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ২ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত