নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এনে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সিটি মেডিকেল কলেজ হাসপাতাল অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স র্যাবের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, র্যাব -১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে জানানো হয়, ওই হাসপাতালের যে ল্যাব রয়েছে তার অনুমোদন নেই। এছাড়া নানা অব্যবস্থাপনা রয়েছে হাসপাতালটিতে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন