জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায়, দুস্থ ও পথচারীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারিদের মধ্যে খাবার বিতরণ করেন। পরে দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে পথচারি ও ভ্রাম্যমাণ দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শাওন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ সিদ্দিকীসহ উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন