অনুমোদন ছাড়াই ভুয়া ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের শরীরে হেপাটাইটিস ‘বি’ ভ্যাকসিন প্রয়োগ করায় পাঁচ প্রতারককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে নগরীর টিটিসি লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্থানীয় আল-আমিন ওরফে গোলাম রব্বানী ও তার ৪ জন সহযোগী টিটিসি লেন এলাকার একটি বাড়িতে আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি এনজিওর ব্যানারে হেপাটাইটিস-বি টিকার ব্যবসা করে আসছিলো। তাদের কারো মেডিকেল কিংবা প্যারামেডিকেল শিক্ষা নেই। হেপাটাইটিস কোর্স সম্পর্কেও তাদের কোন ধারণা নেই। তারা শুধু ইনজেকশন পুশ করতে পারে। তাও আবার নিম্ন মানের ইনজেকশন কিনে উচ্চ মূল্যে বিক্রি করে। এ পর্যন্ত ৬ শতাধিক মানুষকে হেপাটাইটিস-বি টিকা দেয় তারা।
গোপন সূত্রে এ খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের সহায়তায় ওই এনজিওতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় এই চক্রের মূল হোতা আল-আমিন ওরফে গোলাম রব্বানীকে ৬ মাসের এবং তার অপর ৪ সহযোগী যথাক্রমে মো. ইমতিয়াজ, সাব্বির হোসেন, রিম্পা খানম ও শম্পা বেগমকে ১ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড ঘোষণার পরপরই তাদের কারাগারে প্রেরণ করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
বিডি প্রতিদিন/আল আমীন/আরাফাত