রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন এমপি ফজলে হোসেন বাদশা। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি নির্মাণাধীন এই হাইটেক পার্ক পরিদর্শন করেন। এরপর মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে তথ্য-প্রযুক্তি বিভাগের উদ্যোগে এক লাখ বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আওতায় তিনি হাইটেক পার্কে বৃক্ষরোপণ করেন।
এ সময় ফজলে হোসেন বাদশা বলেন, হাইটেক পার্কে ইতোমধ্যে স্পেশ বরাদ্দ শুরু হয়েছে। এটি চালু হওয়ার পর রাজশাহী হবে প্রযুক্তির নগরী। শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য খুলবে কর্মসংস্থানের দুয়ার। তাই দ্রুত সময়ের মধ্যেই যেন নির্মাণ কাজ শেষ হয়, সে জন্য তিনি সব সময় হাইটেক পার্কের খোঁজখবর রাখছেন।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ রজব আলীসহ হাইটেক পার্কের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ