বরিশালে ১ সেপ্টেম্বর থেকে যত সিট তত যাত্রী পদ্ধতিতে বাস চলাচল করছে। বৃহস্পতিবার তৃতীয় দিনেও বেশি ভাড়া নেয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে।
১ সেপ্টেম্বর থেকে আগের নিয়মে (যত সিট তত যাত্রী) গণপরিবহন চালানোর নির্দেশ দেয় সরকার। সে অনুযায়ী বরিশালে ১ সেপ্টেম্বর থেকে আগের নিয়মে গণপরিবহন চলাচল শুরু হয়। গণপরিবহনে প্রথম দুই দিন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তবে বৃহস্পতিবার তৃতীয় দিনে প্রশাসনের কোন অভিযান দেখা যায়নি।
প্রশাসনের নজরদারি না থাকায় মাস্কবিহীন অনেক যাত্রী দেখা গেছে। বাসের চালক, হেলপার ও কন্ডাক্টরের উপর যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব থাকলেও তারা নিজেরাই নিজেদের স্বাস্থ্যবিধি মানছে না। যাত্রা শুরুর আগে বাসগুলো স্প্রে করার নির্দেশনা থাকলেও সেই নির্দেশনা কেউ মানছে না।
তবে গণপরিবহনে নিয়মিত স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার