প্রয়াত হাবিবুর রহমান মোল্লা ছিল গণমানুষের নেতা। তিনি প্রতিটি ঘরে ঘরে গিয়ে নৌকার কর্মী তৈরি করেছিলেন। তার মৃত্যুতে শূন্য আসনটিতে তার রক্ত প্রবাহমান এমন ব্যক্তিকেই বেঁছে নিতে দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যার কাছে দাবি জানিয়েছেন ঢাকা-৫ আসনের নির্বাচনী এলাকার সর্বস্তরের নেতাকর্মী।
আজ রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক কর্মীসভায় বক্তারা এসব কথা বলেন।
যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকারের পরিচালনায় বক্তব্য রাখেন ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হানিফ তালুকদার, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা মনিবুর রহমান মোল্লা (মনি), ৬৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন মিয়া, ঢাকা মহান দক্ষিণ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, ডেমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রহমান, ৬২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ ও ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আবদুস সালাম বাবু ও ডেমরা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু প্রমুখ।
অনুষ্ঠানে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল প্রধান অতিথি ছিলেন।
সভায় বক্তারা আসন্ন উপ-নির্বাচনে প্রয়াত হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমান সজলকে দলীয় প্রার্থী করার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানান।
সভার প্রধান বক্তা মশিউর রহমান সজল বলেন, আমার পিতা এই এলাকার মানুষের সুখে-দুঃখে ছিলেন। পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সবার সহযোগিতা চাই। আমার রাজনৈতিক অভিভাবক শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে নেত্রীর মুখ উজ্জ্বল করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো।
বিডি প্রতিদিন/আরাফাত