গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক হাজতি বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন।
নিহতের নাম নুর ইসলাম (৫৫)। তিনি গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার আব্দুল লতিফের ছেলে।
কারাগারের জেলার মো: বাহারুল ইসলাম জানান, গাজীপুরস্থ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হাজতি হিসেবে বন্দী ছিলেন নুর ইসলাম। বৃহস্পতিবার সকালে কারাগারের ভেতর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় তার অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুরে চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে জিএমপি’র টঙ্গী পশ্চিম থানায় মাদক আইনে মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন