ক্রেতা সংকটে রয়েছেন রাজধানীর খুচরা ও পাইকারি বাজারের পিয়াজ বিক্রেতারা। তারা জানাচ্ছেন, গত কয়েকদিন ধরে জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় ক্রেতারা চাহিদার তুলনায় বেশি পিয়াজ কিনেছেন। ফলে এখন ক্রেতারা আর বাজারমুখী হচ্ছেন না।
শনিবার ১৯ সেপ্টেম্বর রাজধানীর পাইকারি বাজার কারওয়ানবাজার ঘুরে দেখা যায় দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজি দরে, দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা কেজি দরে। আর আমদানি করা পিয়াজ (এলসি) বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজি দরে। এছাড়া নগরীর বিভিন্ন খুচরা বাজারে দেশি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১শ টাকা কেজি দরে, দেশি বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। আর আমদানি করা পিয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।
এদিকে অপরিবর্তিত আছে মসলাজাতীয় পণ্য কাঁচামরিচ, আদা ও রসুনের দাম। এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৭০ টাকা কেজিদরে। চায়না আদা ২৪০ টাকা, কেরালা আদা ১৫০ থেকে ১৭০ টাকা, রসুন ৯০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা