বরিশাল মেট্রোপলিটন পুলিশের নারী কল্যান সমিতির (পুনাক) উদ্যোগে করোনায় অসহায়, দুস্থ ও কর্মহীন নারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় নগরীর পুলিশ লাইন সংলগ্ন পুনাক কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন পুনাক নেত্রীরা।
মহানগর পুনাক সভানেত্রী (বিএমপি কমিশনারের সহধর্মিণী) আফরোজা পারভীনের নেতৃত্বে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণকালে সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা আলম, দপ্তর সম্পাদক প্রকৌশলী নিশাত সিদ্দিক, উৎপাদন সম্পাদক সুবর্ণা আক্তার শম্পা সদস্য তাহমিনা এ্যানিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে তারা অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য পুলিশ কমিশনারের হাতে নগদ দেড়লাখ টাকা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে তারা নগরীর রূপাতলী এলাকায় মেট্রোপলিটন পুলিশ লাইনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করেন।
বিডি প্রতিদিন/হিমেল