করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সহায়তায় প্লাজমা দিতে ঢাকা গিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২১জন সদস্য। শনিবার ভোররাতে বিএমপি’র নিজস্ব পরিবহনে ২১ পুলিশ সদস্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
নগরীর কাউনিয়া থানার সহকারী কমিশনার মো. মাসুদ রানা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের প্লাজমা দিতে পুলিশের ২১ জন সদস্য ঢাকায় গিয়েছেন। তাদের মধ্যে ৫ জনের রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ, ১০ জনের রক্তের গ্রুপ ‘বি’ পজিটিভ, ৫ জনের রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ এবং ১জনের রক্তের গ্রুপ ‘ও’ নেগেটিভ।
প্লাজমা দেয়া শেষে তারা বরিশাল ফিরে আসবেন বলে জানান সহকারী কমিশনার মো. মাসুদ রানা।
বিডি প্রতিদিন/আবু জাফর