২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৫৫

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুবিচারের দাবিতে বরিশালে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুবিচারের দাবিতে বরিশালে কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুবিচারের দাবিতে বরিশালে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ এবং ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস নামে দু'টি সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

কোস্টাল ইয়ুথ একশন হাব এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এ্যাকশন-এইড বাংলাদেশ এই কর্মসূচি আয়োজনে সহযোগিতা করেন। 

পরিবেশবাদী সংগঠন আরণ্যক সভাপতি কথক বিশ্বাস জয়ের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক সোহানুর রহমান, কোস্টাল ইয়ুথ একশন হাবের ম্যানেজার জুবায়ের ইসলামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 

বক্তারা বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে আরোও জোড়ালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব জাতি আজ বিপদাপন্ন। এই সংকট মোকাবেলায় তরুণদের ভূমিকা আরো অর্থবহ করতে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যায়েও তরুণদের সম্পৃক্ত করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আদায়কৃত অর্থের যথাযথ ব্যবহারের দাবি জানান তারা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর