২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৩২
পদ্মা নদীতে নৌকাডুবি

নিখোঁজ দুইজনের সন্ধানে ফায়ার সার্ভিস, তিনজনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নিখোঁজ দুইজনের সন্ধানে ফায়ার সার্ভিস, তিনজনের নামে মামলা

রাজশাহীর নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রী সূচনা ও শিশু রিমনকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকাল আটটার দিকে দ্বিতীয় দিনের মতো নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। শুক্রবার বিকালে নৌকাডুবির ঘটনায় তিনজনের নামে শনিবার মামলা করেছে নৌপুলিশ।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, সকাল ছয়টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ শুরু করতে দেরি হয়। তবে নিখোঁজ দুইজনকে উদ্ধার না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে নৌপুলিশ। নৌপুলিশের কন্সটেবল শরিফুল ইসলাম বাদী হয়ে শনিবার দুপুরে নগরীর দামকুড়া থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন, নৌকার মালিক ঈসা, মিলন ও নৌকার মাঝি সুমন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ। তিনি জানান, পদ্মায় নৌকা ভ্রমনে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও শুক্রবার তারা যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়ে নৌকায় উঠান। অবহেলার জন্য নৌকাডুবির ঘটনায় মালিক ও মাঝির নামে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ১৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে ১১ জন উদ্ধার হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুইজন নিখোঁজ আছেন। তাদের উদ্ধার ডুবুরি দলের অভিযান অব্যাহত আছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর