অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান ও তার স্ত্রী রত্নাসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২০ অক্টোবর। এরইমধ্যে আসামিদের ঢাকার বিশেষ জজ-৬ আদালতে নেয়া হয়েছে।
গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি ঢাকার বিশেষ জজ-৬ আদালতে বদলি করেন।
গত ৯ ফেব্রুয়ারি অভিযোগপত্র আমলে নিয়ে মিজানের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এই মামলার অভিযোগপত্র দেন।
মিজান ছাড়া চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন ডিআইজি মিজানের স্ত্রী রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগনে মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান রাজধানীর কোতোয়ালি থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা