প্রশাসনের আশ্বাসে সোয়া এক ঘণ্টা পর রাজধানীর বেগম রোকেয়া সরণীতে ওয়াসার পানির দাবিতে করা অবরোধ প্রত্যাহার করেছেন স্থানীয় জনগণ। আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে অবরোধ তুলে নেন তারা।
এর আগে ওয়াসার পানির দাবিতে সকাল ৯টা থেকে বেগম রোকেয়া সরণী শেওড়াপাড়ায় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, পূর্ব শেওড়াপাড়ায় প্রায় দুই মাস ধরে পানি না পাওয়ায় রাস্তায় নামেন তারা।
অবরোধের কারণে মিরপুর ১২ নম্বর সেকশন থেকে শুরু করে শেওড়াপাড়া পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার পুরোটাতেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর ফলে অফিসগামী যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়। এতে তাদের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ।
আন্দোলনকারীরা জানান, প্রশাসনের লোকজন ওয়াসার সঙ্গে কথা বলেছেন, ওয়াসা বলেছে সমস্যার সমাধান করবে। তাই আমরা আমাদের পানির দাবিতে করা সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা লাগাতার সড়ক অবরোধ করবো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ