বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
মিথ্যা মামলা করায় বাদীকে ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
মিথ্যা ও বিরক্তিকর মামলা দায়ের করায় মামলার বাদীকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণের আদেশ প্রদান করেছেন রাজশাহীর একটি আদালত। রাজশাহীর মোহনপুর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এমএ সাঈদ শুভ মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন। এছাড়াও আদালতে জাল দলিল উপস্থাপন করায় আদালত স্বপ্রণোদিত হয়ে বাদীর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেছেন।
আদালত সূত্রে জানা যায়, মোহনপুর সিনিয়র সহকারী জজ আদালতের ৮২/১৩ নম্বর অন্য প্রকার মামলায় বাদী সিরাজুল ইসলাম ৩টি জাল দলিল উপস্থাপন করে মামলা দায়ের করায় আদালত স্বপ্রোণোদিত হয়ে এখতিয়ার সম্পন্ন ফৌজদারি আদালতে মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও আদালত জাল দলিল দাখিল করে মিথ্যা ও বিরক্তিকর মামলা দায়ের করায় বাদীকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশ দিয়েছেন। আদালত ক্ষতিপূরণের অর্থ মামলার বিবাদীকে প্রদান করার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মোহনপুর সিনিয়র সহকারী জজ আদালতের নাজির মিঠু মন্ডল বলেন, আদালতের নির্দেশে জাল দলিল উপস্থাপন করায় রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (রাজপাড়া) বাদী সিরাজুল ইসলামের বিরুদ্ধে দুপুরেই একটি মামলা দায়ের করা হয়েছে।
মোহনপুর সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার সাইদুর রহমান বলেন, আদালতের বিচারক রায় লেখার সময় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই জাল দলিলগুলোকে শনাক্ত করেন এবং সে অনুযায়ী স্বপ্রণোদিত হয়ে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি আরও বলেন, এভাবে ব্যবস্থা গ্রহণ করা হলে সহজে কেউ জাল দলিল দাখিল করে আদালতে মিথ্যা মামলা দায়ের করার সাহস পাবে না। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই বিভাগের আরও খবর