২৭ অক্টোবর, ২০২০ ১৭:৫০

রাজধানীতে জশনে জুলুস

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকা আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় জয়েন্ট কোয়ার্টার মাদ্রাসার সামনে থেকে জশনে জুলুস (বর্ণাঢ্য র্যালি) বের হয়।

মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সহযোগিতায় লাখো মানুষের অংশগ্রহণে জুলুসটি কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে জেনেভা ক্যাম্প, আসাদগেট,  মোহাম্মদপুর টাউনহল, শিয়া মসজিদ, আদাবর, শ্যামলী হয়ে পূণরায় মাদ্রাসায় এসে শেষ। এরপর সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আগত অতিথি ও প্রখ্যাত ওলামায়ে কেরামগণ।  

অনুষ্ঠিত জুলুছ (র‍্যালি) ও মাহফিলে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ সাদেক খান,  বিশেষ অতিথি ছিলেন ২৯ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ্ব মো. সলিম উল্লাহ সলু, আলহাজ্ব মো. শহিদ উল্লাহ, আলহাজ্ব মো. নুরুল ইসলাম রতন, আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, মো. মিজানুর রহমান, আলহাজ্ব মো. আব্দুল মালেক বুলবুল, আলহাজ্ব শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, হাজী নুরুল আমিনসহ ঢাকা আঞ্জুমান ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় লাখো মানুষের অংশগ্রহণে তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাফেজ আবদুল আলিম রিজভী বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর