২৯ অক্টোবর, ২০২০ ১৫:১৫

আটদিন করোনায় মৃত্যু নেই রাজশাহী বিভাগে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আটদিন করোনায় মৃত্যু নেই রাজশাহী বিভাগে

রাজশাহী বিভাগে টানা আটদিন করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২০ অক্টোবর বিভাগে দুইজনের মৃত্যু হয়েছিল। এরপর ২৮ অক্টোবর পর্যন্ত এ বিভাগে কারও মৃত্যু হয়নি। 

তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। বুধবার নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিভাগের বগুড়ায় ১৮ জন, রাজশাহীতে ছয়জন, নওগাঁয় ১১ জন, জয়পুরহাটে পাঁচজন এবং সিরাজগঞ্জে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিন বিভাগে ৭৯ জন করোনা রোগী সুস্থও হয়েছেন। এর মধ্যে ৫৩ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর ২০ জন, জয়পুরহাটের একজন, সিরাজগঞ্জের তিনজন এবং পাবনার দুইজন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত করোনায় ৩১৯ জনের প্রাণহানি ঘটেছে।

বিভাগে মোট আক্রান্তের সংখ্যা এখন ২০ হাজার ৯২২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৬৯৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর