ব্যবসায়িক সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং থাইল্যান্ডের আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সিঙ্গাপুর কেন্দ্রিক বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ লজিস্টিক। প্রতিষ্ঠানটির এ সব অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করছেন ইয়োম চিওলঅন (ক্রিস)।
ইয়োম প্রায় দুই যুগ ধরে সিভা লজিস্টিকস, ডিবি শেংকার এবং সিজে কোরিয়ার সাথে সংযুক্ত হয়ে স্যামসাং, হুন্দাই-কিয়া, এলজিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন।
এমজিএইচ-এর প্রতিষ্ঠাতা এবং গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার আনিস আহমেদ জানান, এমজিএইচ ইন্দো-চায়না এবং কোরিয়ার ব্যবসায়িক সম্প্রসারণমূলক কাজে ক্রিসের মতো দক্ষ একজন নেতৃত্বকে পাশে পেয়ে আমরা আনন্দিত।
এমজিএইচ লজিস্টিকস বর্তমানে হেলথকেয়ার, ফ্যাশন এন্ড অটোমোটিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, টোটাল কার্গো ম্যানেজমেন্ট ফর এলসিসি, রাইড-শেয়ারিং, ই-কমার্স, এক্সপ্রেস লাস্ট মেইল ডেলিভারিসহ বিবিধ ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করে চলেছে। -সংবাদ বিজ্ঞপ্তি
বিডি-প্রতিদিন/শফিক/জাহাঙ্গীর