অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বংশালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে বংশাল থানা বিএনপি কার্যালয়ে এর আয়োজন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরান খতম ও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি হামিদুর রহমান হামিদ, সহ-সভাপতি মকবুল ইসলাম টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপির সভাপতি তাইজু আহমেদ, সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক হাজী আদিল, মহিলা কাউন্সিলর নাসরিন রশিদ পুতুল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেয়া ৮ দিনব্যাপী কর্মসূচি গত ৩০ অক্টোবর শুক্রবার থেকেই শুরু হয়েছে। যা চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
বিডি প্রতিদিন/আরাফাত