প্রায় ৫ হাজার করোনা রোগীকে সরাসরি ও টেলি মেডিসিন সেবা দিয়ে রেকর্ড সৃষ্টি করায় চিকিৎসক মেহেদী হাসানকে সংর্বধনা দিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। কমিশনারে কার্যালয়ে তাকে সংর্বধনা দেয়া হয়। এ সময় ডাক্তার মেহেদী হাসানের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মরত তরুণ এই চিকিৎসক লেখাপড়া শেষ করেছেন টার্নোপিল ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইউক্রেন থেকে। লেখাপড়া শেষ করে দেশে ফিরে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন।
গত মার্চ থেকে এখন পর্যন্ত ডা. মেহেদী হাসান টেলি মেডিসিনে ফ্রি চিকিৎসা দিয়েছেন পাঁচ হাজারের বেশি রোগীকে। এছাড়াও তিনি নিজ প্রতিষ্ঠানে করোনা ইউনিটে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিভাগীয় কমিশন মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ডা. মেহেদী হাসানকে করোনা চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিশেষ সংবর্ধনা স্বরূপ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. নুরুন্নবী। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হেলাল মাহমুদ শরীফ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) একেএম মাসুদুজ্জামান। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনাররা।
অনলাইনে ভিডিও কনফারেন্সর মাধ্যমে সংযুক্ত ছিলেন ঢাকা বিভাগের অধীন ১৩টি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটরা, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়াও ঢাকা বিভাগের কয়েকটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনাররা।
বিডি প্রতিদিন/ফারজানা