বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- বাগেরহাটে একদিনে যুবদল নেতাসহ ৩ খুন
- যখনই নির্বাচন হোক বিএনপির ভূমিধস বিজয় হবে : দুদু
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪১
- ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা গুগলের
- দুর্নীতিবাজদের সেফ এক্সিট দরকার হয়, আমাদের নয় : ধর্ম উপদেষ্টা
- ইনুর মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর
- কোন পদ্ধতিতে ভোট হবে সিদ্ধান্ত নেবে জনগণ : ডা. জাহিদ
- বুধবার থেকে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে কারাগারে
- হঠাৎ লাইভে এসে বিস্ফোরক মন্তব্য মাদাগাস্কারের পলাতক প্রেসিডেন্টের
- বাগেরহাটে পৃথক ঘটনায় একদিনেই যুবদল নেতাসহ নিহত ৩
- নবম-দশম শ্রেণির সাড়ে ৫ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণের অনুমোদন
- ক্লাস বর্জন করে টুঙ্গিপাড়ায় কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- রেললাইনের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ
- অ্যানথ্রাক্স রোধে গঙ্গাচড়ায় ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা
- ‘কেউ ভাবেনি এটা সম্ভব’-গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প
- গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস হয়েছে : জাতিসংঘ
- হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন
- ধূমপান ছাড়তে বলায় এরদোয়ানকে যে জবাব দিলেন মেলোনি
- ট্রাম্পের শান্তিচুক্তির আহ্বান প্রত্যাখ্যান ইরানের
- ভারতে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল
রাজশাহীতে অপহরণকারী চক্রের চার সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীতে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে তাদের পবা উপজেলা থেকে গ্রেফতার করা হয়। পবা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। বিকালে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
অপহরণের শিকার ব্যক্তি হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের বাসিন্দা আবদুল হক (৪৩)। আর গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের চার সদস্য হলেন- পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের নার্গিস নাহার (৫৫) ওরফে হেলেন, রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার রফিকুল ইসলাম (৩০), বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার আতিকুর রহমান বাপ্পী (২৮) এবং চন্দ্রিমা থানার হজোর মোড় এলাকার হামিম আল ফজলে নূর ওরফে শুভ্র (২৮)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার আবদুল হক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার চাচাকে দেখতে যান। এসময় সেখানে অপহরণকারী চক্রের সদস্য নার্গিস নাহার ওরফে হেলেনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর হেলেন আবদুল হকের কাছে তার মোবাইল ফোন নম্বর নেন। এর পরের দিন ২০ নভেম্বর শুক্রবার সকাল থেকে হেলেন বেশ কয়েকবার আবদুল হককে ফোন করেন। দুপুর ১২টার দিকে হেলেন রাজশাহী মহানগরীর বায়া বাজারে আবদুল হককে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। আবদুল হক হেলেনের ডাকে সাড়া দিয়ে বায়া বাজারে আসেন। এসময় হেলেন কৌশলে একটি অটোরিকশায় আবদুল হককে উঠিয়ে নেন। এরপর আবদুল হককে নিয়ে হেলেন তার পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে চলে যান।
এরপর সেখানে হাজির হন অপহরণকারীচক্রের আরও তিন সদস্য রফিকুল, বাপ্পী ও শুভ্র। তারা আবদুল হককে নগ্ন করে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে অপহরণকারীচক্রের সদস্যরা নিজেদের গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে মোবাইল ফোনে আবদুল হকের স্ত্রী রহিমা বেগমের কাছে ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে একলাখ টাকা দাবি করেন। অন্যথায় তাকে ক্রসফায়ারে মেরে ফেলা হবে, নতুবা মাদক মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে।
এসময় আবদুল হকের স্ত্রী তার নম্বরে ২০ হাজার টাকা বিকাশে দেন। অপহরণকারীরা আবদুল হকের মোবাইল ফোন নিয়ে বাইরে গিয়ে ২০ হাজার টাকা ক্যাশ আউট করেন। এরপর গত শনিবার রাত নয়টার দিকে অপহরণকারীরা পবা উপজেলার করমজার মোড়ে মোটরসাইকেলে করে আবদুল হককে নামিয়ে দেয়।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃত চার অপহরণকারী সংঘবদ্ধ চক্রের সদস্য। এদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানায় আরও দুইটি মামলা আছে। অপহরণের ঘটনায় আবদুল হকের স্ত্রী রহিমা বেগম পবা থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অপহরণকারীচক্রের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে আবেদন জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর