বরিশাল প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল কাইউম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার দুপুর পৌঁনে ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাবের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আব্দুল কাইউম ১৯৭৬ সাল থেকে ১৯৯০ সন পর্যন্ত বরিশাল প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার