রাজধানীর শ্যামপুরে ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোর বুদ্ধি প্রতিবন্ধি ছিলেন বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেন দুর্ঘটনায় নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহতের বড় ভাই শফিকুল ইসলাম জানান, তার বুদ্ধি প্রতিবন্ধী ভাই গতকাল পাশের এক আত্মীয়ের বাসায় গিয়েছিল। রাতে ওই বাসা থেকে একাই বের হয়ে আসে। পরে তাকে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে, এলাকায় মাইকিং করা হয়। পরে সংবাদ পান, জুরাইনে রেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। সেখানে গিয়ে তাকে শনাক্ত করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর