বাল্যবিয়ে ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে গঠিত সাব কমিটি ‘ডমেস্টিক ভায়োলেন্স এ্যাক্ট’ সংশোধনের জন্য সুপারিশ করেছে।
‘ল’ রিভিউ কমিটি’ হতে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা করে প্রচলিত ‘ডমেস্টিক ভায়োলেন্স এ্যাক্ট ২০১০ সংশোধনের জন্য সভায় গৃহীত সুপারিশগুলো অন্তর্ভুক্ত করে এ বিষয়ে প্রতিবেদন চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।
পরবর্তিতে আইনটি সংশোধনের জন্য মহিলা ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে দাখিল করা হবে।
সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। সাবকমিটির সদস্য শিরীন আখতার এমপি, আরমা দত্ত এমপি ও আবিদা আনজুম মিতা এমপি অংশগ্রহণ করেন।
জাতিসংঘের ‘ইউএনএফপিএ’-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক বাস্তবায়নাধীন ‘এসপিসিপিডি’ প্রকল্পের আওতায় ‘বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এই সাবকমিটি গঠিত হয়। সভাটিসঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন